পালকেরা সবচেয়ে প্রধান যে দশটি ভুল করে থাকেন

…তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও গলিতে-গলিতে যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়।” লূক ১৪:২৩। ঈশ্বরের প্রাণের ইচ্ছা যেন এই জগৎ পরিত্রাণ পায় এবং তাঁর গৃহ তথা মণ্ডলী যেন পরিপূর্ণ হয়! এই চিন্তার রেখা থেকেই বিশপ ড্যাগ হিউয়ার্ড মিলস রচিত “মহামণ্ডলী” বইটির সূত্রপাত, যিনি ঘানার অন্যতম একটি বৃহৎ মণ্ডলীর পালক। অত্যন্ত অনুপ্রেরণাদায়ী এই বইটি পড়ার পর আপনার মণ্ডলী ও পরিচর্যা কাজ আর আগের মত থাকবে না! “ড. হিউয়ার্ড-মিলস প্রভু যীশু খ্রীষ্টের কিাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জগতে সুসমাচার প্রচারের কাজে নিয়োজিত হয়েছেন। পরিচর্যা কাজের সাথে যুক্ত প্রত্যেকের জন্যই তিনি একজন মহান ও আদর্শ নেতা। “চার্চ গ্রোথ ইন্টারন্যাশনাল” থেকে আমরা সকলে এ কথা ব্যক্ত করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে, জগতের এই সুবিশাল শস্য ক্ষেত্রে ড. ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদের একজন বন্ধু এবং সহকর্মী। – ড. ডেভিড ইয়োঙ্গি চো চেয়ারম্যান, চার্চ গ্রোথ ইন্টারন্যাশনাল

Category:

Description

…তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও গলিতে-গলিতে যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়।” লূক ১৪:২৩। ঈশ্বরের প্রাণের ইচ্ছা যেন এই জগৎ পরিত্রাণ পায় এবং তাঁর গৃহ তথা মণ্ডলী যেন পরিপূর্ণ হয়! এই চিন্তার রেখা থেকেই বিশপ ড্যাগ হিউয়ার্ড মিলস রচিত “মহামণ্ডলী” বইটির সূত্রপাত, যিনি ঘানার অন্যতম একটি বৃহৎ মণ্ডলীর পালক। অত্যন্ত অনুপ্রেরণাদায়ী এই বইটি পড়ার পর আপনার মণ্ডলী ও পরিচর্যা কাজ আর আগের মত থাকবে না! “ড. হিউয়ার্ড-মিলস প্রভু যীশু খ্রীষ্টের কিাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জগতে সুসমাচার প্রচারের কাজে নিয়োজিত হয়েছেন। পরিচর্যা কাজের সাথে যুক্ত প্রত্যেকের জন্যই তিনি একজন মহান ও আদর্শ নেতা। “চার্চ গ্রোথ ইন্টারন্যাশনাল” থেকে আমরা সকলে এ কথা ব্যক্ত করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে, জগতের এই সুবিশাল শস্য ক্ষেত্রে ড. ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদের একজন বন্ধু এবং সহকর্মী। – ড. ডেভিড ইয়োঙ্গি চো চেয়ারম্যান, চার্চ গ্রোথ ইন্টারন্যাশনাল

Reviews

There are no reviews yet.

Be the first to review “পালকেরা সবচেয়ে প্রধান যে দশটি ভুল করে থাকেন”

Your email address will not be published. Required fields are marked *

Title

Go to Top