যারা আপনাকে পরিত্যাগ করে

যেসব মানুষ আপনাকে ত্যাগ করে তারা আপনাকে ধ্বংস করে দেয়। মানুষ যখন আপনার কাছ থেকে চলে যায়, সেই হতাশা, দ্বিধা ও উদ্বেগের অনুভূতিকে আর কিছুর সাথে তুলনা করা যায় না। এই বইটি লেখা হয়েছে যেন মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি সেই বিধ্বংসী মুহূর্তটির সাথে লড়াই করতে পারেন। ভ্রান্ত হবেন না। পরিত্যক্ত হওয়া বা একাকী হয়ে যাওয়ার অভিজ্ঞতা কেবল আপনার ও আপনার পরিচর্যা কাজেরই হয়েছে তা নয়। আরও অনেককেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। শয়তান সর্বপ্রথম অবাধ্য হয় এবং এরপর থেকে সে সকলকে অবাধ্য হতে প্ররোচনা দিয়ে আসছে। এই বইটি হাতে থাকলে আপনি আর হতাশায় নিমজ্জিত থাকবেন না এবং “যারা আপনাকে পরিত্যাগ করে” তাদের অবাধ্যতার আত্মার সাথে লড়াই করতে পারবেন।

Category:

Description

যেসব মানুষ আপনাকে ত্যাগ করে তারা আপনাকে ধ্বংস করে দেয়। মানুষ যখন আপনার কাছ থেকে চলে যায়, সেই হতাশা, দ্বিধা ও উদ্বেগের অনুভূতিকে আর কিছুর সাথে তুলনা করা যায় না। এই বইটি লেখা হয়েছে যেন মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি সেই বিধ্বংসী মুহূর্তটির সাথে লড়াই করতে পারেন। ভ্রান্ত হবেন না। পরিত্যক্ত হওয়া বা একাকী হয়ে যাওয়ার অভিজ্ঞতা কেবল আপনার ও আপনার পরিচর্যা কাজেরই হয়েছে তা নয়। আরও অনেককেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। শয়তান সর্বপ্রথম অবাধ্য হয় এবং এরপর থেকে সে সকলকে অবাধ্য হতে প্ররোচনা দিয়ে আসছে। এই বইটি হাতে থাকলে আপনি আর হতাশায় নিমজ্জিত থাকবেন না এবং “যারা আপনাকে পরিত্যাগ করে” তাদের অবাধ্যতার আত্মার সাথে লড়াই করতে পারবেন।

Title

Go to Top