পালকেরা মণ্ডলীর সভ্য-সভ্যাদেরকে সুসংবাদ শুনিয়ে উদ্বেলিত ও মুগ্ধ করার জন্য চাপের মধ্যে থাকেন। মানুষের তৈরি করা এই চাপের কারণে খ্রীষ্টের বাক্যকে অনেক ক্ষেত্রে পরিবর্তন করা হয় এবং একটা পর্যায়ে ক্রুশীয় বাণী আর কোনভাবেই উপলব্ধি করা সম্ভব্ হয় না। আজ আমাদেরকে খ্রীষ্টিধর্মের এই মৌলিক সত্যে আবার ফিরে আসা প্রয়োজন যে, খ্রীষ্টকে “পেতে হলে” আমাদের অবশ্যই কিছু “হারাতে হবে”। আমরা যদি আাবারও খ্রীষ্টের জন্য আত্মোৎসর্গ, কষটভোগ ও মৃত্যুর আবশ্যকতার বিষয়ে প্রচার করতে শুরু করি তাহলে মণ্ডলীতে আবার সেই শক্তি ফিরে আসবে। মানুষ যত সফল বা ক্ষমতাশালীই হোক না কেন, খ্রীষ্টের বাক্যের শক্তিতে কেউ মুছে ফেলতে পারে না।
হারানো, দুঃখভোগ, উৎস র্গ ও মৃত্যুবরণ করা
Description
পালকেরা মণ্ডলীর সভ্য-সভ্যাদেরকে সুসংবাদ শুনিয়ে উদ্বেলিত ও মুগ্ধ করার জন্য চাপের মধ্যে থাকেন। মানুষের তৈরি করা এই চাপের কারণে খ্রীষ্টের বাক্যকে অনেক ক্ষেত্রে পরিবর্তন করা হয় এবং একটা পর্যায়ে ক্রুশীয় বাণী আর কোনভাবেই উপলব্ধি করা সম্ভব্ হয় না। আজ আমাদেরকে খ্রীষ্টিধর্মের এই মৌলিক সত্যে আবার ফিরে আসা প্রয়োজন যে, খ্রীষ্টকে “পেতে হলে” আমাদের অবশ্যই কিছু “হারাতে হবে”। আমরা যদি আাবারও খ্রীষ্টের জন্য আত্মোৎসর্গ, কষটভোগ ও মৃত্যুর আবশ্যকতার বিষয়ে প্রচার করতে শুরু করি তাহলে মণ্ডলীতে আবার সেই শক্তি ফিরে আসবে। মানুষ যত সফল বা ক্ষমতাশালীই হোক না কেন, খ্রীষ্টের বাক্যের শক্তিতে কেউ মুছে ফেলতে পারে না।
Reviews
There are no reviews yet.