বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস পেশায় একজন চিকিৎসক এবং ইউনাইটেড ডিনমিনেশনস অরিজিনেটিং ফ্রম দি লাইটহাউজ গ্রুপ অব চার্চেস (UD-OLGC) এর প্রতিষ্ঠাতা। UD-OLGC তিন হাজার মণ্ডলী নিয়ে গঠিত যাদের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ, দক্ষ ও পূর্ণকালীন পালকবৃন্দ। বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস এই ক্যারিশম্যাটিক ডিনমিনেশন গোষ্ঠীর তত্ত্বাবধান করে থাকেন, যা আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ৮০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে।
পঁচিশ বছরের বেশি সময় ধরে পরিচর্যা কাজে ব্যাপৃত থাকাকালে বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস রচনা করেছেন একাধিক বই, যার মধ্যে রয়েছে ‘নেতৃত্বের কলাকৌশল’, ‘বাধ্যতা ও অবাধ্যতা’, এবং ‘মেগা চার্চ’ এর মত বহুল জনপ্রিয় বই। আফ্রিকায় তিনিই সর্বাধিক পঠিত লেখক হিসেবে বিবেচিত, যার বিভিন্ন বই ৩০টির বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ১ কোটি পঞ্চাশ লক্ষের বেশি কপি মূদ্রিত হয়েছে।
-
বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস পেশায় একজন চিকিৎসক এবং ইউনাইটেড ডিনমিনেশনস অরিজিনেটিং ফ্রম দি লাইটহাউজ গ্রুপ অব চার্চেস (UD-OLGC) এর প্রতিষ্ঠাতা। UD-OLGC তিন হাজার মণ্ডলী নিয়ে গঠিত যাদের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ, দক্ষ ও পূর্ণকালীন পালকবৃন্দ। বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস এই ক্যারিশম্যাটিক ডিনমিনেশন গোষ্ঠীর তত্ত্বাবধান করে থাকেন, যা আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ৮০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে।
-
ঈশ্বরনি অেুসরণ িরা কযে এি করামাঞ্চির আকবষ্কার অকভযাে। অেিনি অেুসরণ ও অেুিরণ িরা এমে এি আকিম কশল্প যা যীশু খ্রীি র্াুঁ র কশক্ষা িানের প্রযাে পিকর্ কহনসনব কবনছ কেনয়কছন ে। সময় পরীকক্ষর্ এই কশক্ষণ পিকর্ একড়নয় ো কগনয় অেুসরণ িরার অেুপম কশল্পটির কসৌেযত ও েম্রর্া উপ কি িরার এখেই সময়। এই বইটিনর্ আপকে আকবষ্কার িরনবে িানি এবং িীভানব উপযুিভানব অেুসরণ িরা উকচর্। ড্িাগ কহউয়াড্ত -কম স এর এই অসাযারণ ের্ু ে বইটি আমানির খ্রীকিয় জীবেপ্রণা ীনর্ অেুসরনণর কশল্পটিনি যনথাপযুি স্থানে প্রকর্ষ্ঠা িনরনছ।
-
অনেনি আহূ র্ বনট” িথাটি কভনব আমরা অনেি সময় উৎসাকহর্ হই। কিন্তু “...অল্পই কিন্তু মনোেীর্” িথাটি মনে পড়ন ই আমরা আবারও কিকমর্ হনয় পকড়। আপকে কেনজনি বহুসংখিি আহূ র্ মােুনষর মনযি এিজে বন ভাবনর্ পানরে, আবার এই বইটিনি আপোর জীবনের এিটি অংশ িনর কর্া ার মাযিনম আপকে কেনজনি মনোেীর্ অল্প সংখিি মােুনষর এিজনে পকরণর্ িরনর্ পানরে। ড্িাগ কহউয়াড্ত -কম স এর এই অসাযারণ বইটিনর্ আপকে বাইনব কথনি আকবষ্কার িরনর্ সক্ষম হনবে কয, কিে আপকে দৃঢ় কবশ্বানসর সানথ কেনজনি মনোেীর্ বন কঘাষণা িরনর্ পানরে। মনোেীর্ মােুনষর তবকশিি আপকে জােনবে এবং আপোর খ্রীকিয় যাবেনক্ষনত্রর কশষ সীমা পযতত দৃঢ়ভানব কিৌনড় যাওয়ার জেি আপকে উৎসাকহর্ হনবে।
-
বাইবেল আমাদের নির্দেশ দেয়: “কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, বরং একে অন্যের জন্য চিন্তা কর” (ফিলিপীয় ২:৪)। সময়োপযোগী এই বইটিতে ড্যাগ হিউয়ার্ড-মিলস আপনাকে নিজের জন্য চিন্তার গণ্ডি থেকে বেরিয়ে এসে অন্যের জন্যও ভাবনার চ্যালেঞ্চ ছুঁড়ে দিচ্ছেন! অন্যকেও ভালবাসুন! অন্যের জন্যও ভাবুন! অন্যেরও যত্ন নিন! অন্যের জন্যও বাঁচুন! যীশু এই পৃথিবীতে এসে মৃত্যুবরণ করেছিলেন কারণ তিনি “অন্যের” কথা ভেবেছিলেন। আমি আরও বেশি করে তাঁর মত হতে চাই। আপনিও কি যীশুর মত হতে চান?
-
একজন খ্রীষ্টিয়ান হিসেবে আপনার জীবনে সবচেয়ে বড় ও সুমিষ্ট প্রভাব যিনি সৃষ্টি করেন, তিনি পবিত্র আত্মা। এই বইটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে, আপনার চরিত্র, আপনার অবচেতন মন, আপনার সৃষ্টিশীলতা, এমনকি আপনার পবিত্র হওয়ার সক্ষমতাও পবিত্র আত্মা দ্বারা কীভাবে প্রভাবিত হতে পারে। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই যুগান্তকারী বইটির মধ্য দিয়ে আপনি অবশ্যই আপনার জীবনকে পবিত্র আত্মা দ্বারা প্রভাবিত, অনুপ্রাণিত, আপ্লুত এবং পরিবর্তিত করার জন্য নিজেকে উন্মোচন করে দেবেন।
-
ড্যাগ হিওয়ার্ড-মিলস অনেক বইয়ের লেখক, যার মধ্যে বহুল বিক্রিত বই “সততা এবং অসসতা” অন্যতম। তিনি ইউনাটেড ডিনোমিনেশনস এর প্রতিষ্ঠাতা যেটির উদ্ভব তিন হাজার লাইট হাউস মন্ডলী সমূহের মধ্য থেকে। ড্যাগ হিওয়ার্ড-মিলস একজন আন্তর্জাতিক প্রচারক, যিনি আন্তর্জাতিক আরোগ্যদায়ী সভা পরিচর্যা করেন এবং সারা বিশ্বে বিভিন্ন সন্মেলনে পরিচর্যা করেন। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.daghewardmills.org
-
একজন খ্রীষ্টিয়ানকে অনেক বিপদ, জাল ও ফাঁদের মধ্য দিয়ে পথ চলতে হয়। এই বইটি আপনার দৃষ্টিকে উন্মোচন করে এমন অনেক বিপদ দেখিয়ে দেবে যা আপনার ক্ষতি করার জন্য, আপনাকে আঘাত করার জন্য ও আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য মুখিয়ে আছে। আত্মিক বিপদগুলোকে নিয়ে লেখা এই শক্তিশালী বইটির মধ্য দিয়ে নিজেকে সাহায্য করুন, নিজেকে বাঁচান ও নিজেকে উদ্ধার করুন।
-
নেতাদের জন্য এটি ঈশ্বর কর্তৃক নিরূপিত প্রধান কাঙ্ক্ষিত গুণ হলেও এ বিষয়ে খুব বেশি লেখা হয়নি। এই বইতে ড্যাগ হিউয়ার্ড-মিলস মণ্ডলীর স্থায়ীত্ব বৃদ্ধি করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছেন। বইটিতে আলোচিত প্রতিটি বিষয় এতটাই প্রাসঙ্গিক ও বাস্তবমুখী যে, এটি অনেক মণ্ডলীর নেতার জন্যই একটি অপরিহার্য উপকরণে পরিণত হবে।
-
জীবন চলার পথে আপনি আবিষ্কার করবেন যে, অদৃশ্য জগৎ বাস্তবে অস্তিত্বমান এবং এই দৃশ্যমান জগতে তার লেশমাত্র প্রকাশ পায়। আপনার যেমন দৃশ্যমান শত্রু রয়েছে তেমনি অদৃশ্য শত্রুও রয়েছে। আপনার শত্রুকে না চিনে, তার আক্রমণের কৌশল ও অস্ত্র সম্পর্কে না জেনে কি আপনি তার বিরুদ্ধে লড়াই করতে পারেন? এই বইটি আপনার জীবন চলার পথে এক অপরিহার্য উপকরণ। এই বইতে আপনি জানবেন কে আপনার অদৃশ্য শত্রু, তাদের অস্তিত্বের ভিত্তি কোথায়, তাদের বৈশিষ্ট্যসমূহ এবং কীভাবে তাদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা যায়। অত্যন্ত মূল্যবান এই বইটি আপনাকে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে বিজয়ী হতে সাহায্য করবে!
-
বর্তমানে কি অলৌকিক কিছুর অস্তিত্ব সত্যিই আছে? আমি কি কোন অলৌকিক কাজ করতে পারব? এখনও যদি ঈশ্বর মানুষকে সুস্থতা দান করেন থাকেন, তাহলে কেন তিনি সবাইকে সুস্থ করে দিচ্ছেন না? কীভাবে আমি সুস্থতা দানের ক্ষমতা পেতে পারি? এই প্রশ্নগুলো সহ আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই বইটির পাতায় পাতায় আপনার জন্য রয়েছে পবিত্র আত্মার অনুপম উদ্ভাস।
-
বইটির নাম পড়লেই আপনার মনে হতে পারে ছোট শিশুরা মনের আনন্দে গান গাইছে… আপনি কি প্রতিদিন বাইবেল পড়েন? আপনি কি প্রতিদিন প্রার্থনা করেন? এই বইটি নতুন করে আপনার চোখ খুলে দেবে, যেন পৃথিবীর সবচেয়ে অসাধারণ ও অতুলনীয় পুস্তক বাইবেলের প্রতি আপনার দৃষ্টি নিবদ্ধ হয়। এছাড়া দৈনিক বাইবেল পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে আপনি আপনার প্রতিদিনের জীবনে যে সকল অলৌকিক ফল পেতে পারেন সেসবও আপনি এই বইতে জানতে পারবেন। দৈনিক বাইবেল পাঠ ও প্রার্থনা আপনার কাছে আরও বেশি উপভোগ্য হয়ে উঠুক!
-
যীশু খ্রীষ্টকে আপনার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে আপনি পরিত্রাণ লাভ করেছেন! আপনি একজন নতুন জন্ম প্রাপ্ত খ্রীষ্টিয়ান এবং আপনার নাম জীবন পুস্তকে লেখা রয়েছে। এখন আপনার প্রশ্ন: “আমার পরবর্তী পদক্ষেপ কী হবে?” একজন খ্রীষ্টিয়ান হওয়া খুব ভাল একটি পদক্ষেপ, কিন্তু এটি শুরু মাত্র। আপনাকে হয়ে উঠতে হবে একজন উত্তম ও শক্তিশালী খ্রীষ্টিয়ান। ‘কীভাবে আমি তা হতে পারি?’ – এই চমৎকার বইটিতে আপনি এমন একজন শক্তিশালী খ্রীষ্টিয়ান হয়ে উঠতে পারবেন যিনি মৃত্যুকে আলিঙ্গন করে খ্রীষ্টের কাছে উপনীত হওয়ার জন্য সদা প্রস্তুত।
-
অনন্য খ্রীষ্টিয় নেতা ড. ড্যাগ হিউয়ার্ড-মিলস তার অন্যতম একটি রহস্য ব্যক্ত করেছেন, “কেউ যদি আমাকে প্রশ্ন করেন ঈশ্বরের সাথে আমার সম্পর্কের সবচেয়ে বড় রহস্য কী, তাহলে আমি এক বাক্যে বলব, প্রতিদিন তাঁর সাথে আমার কাটানো নীরব সময়ের আহরিত শক্তি।” তিনি এই বইটি লিখেছেন যেন আপনিও নীরব সময়ে শক্তি থেকে উপকৃত হন।
-
‘কমষপা ি’ শিটি শুেন কিব এিটি শিই আপোর মাথায় আসনব – কমষ! কমষ এমে কেভত রশী প্রাণী যার এিজে পা নির প্রনয়াজে পনড়। এিজে কমষপা ি র্ার কমষনির প্রকর্পা ে িনরে, ভা বানসে এবং কিিকেনিত শো কিে। বাইনবন ঈশ্বর আমানিরনি র্াুঁ র চারণভূ কমর কমষ বন উনেখ িনরনছে। যীশু র্াুঁ র কশষি কপর্রনি বন নছে কযে কর্কে র্াুঁ র কমষনিরনি পা ে িরার মযি কিনয় ত্রাণির্ত ার প্রকর্ র্াুঁ র ভা বাসার প্রমাণ কিে। কমষপা ি হওয়া অর্িত মহাে এিটি িাকয়ত্ব। ঈশ্বনরর জেি িাযতিারী কহনসনব আহূ র্ হওয়া এবং র্াুঁ র কমষনির প্রকর্পা ে িরা অর্িত সম্মানের কবষয়। এই বইটিনর্ ড্িাগ কহউয়াড্ত -কম স আমানিরনি আমন্ত্রণ জাোনেে, কপ্ররণা কিনেে এবং কিখানেে কযে আমরা ঈশ্বনরর ক ািনির যত্ন কেওয়ার এই মহাে িাকয়নত্ব সাকম হই। এিজে কমষপা ি হওয়ার এই চমৎিার িাকয়ত্ব কথনি কেনজনি দূনর সকরনয় রাখনবে ো!
-
এই বইটি কন্যাগণের ক্ষত সকল সুস্থ করবে! বহুল আকাঙ্ক্ষিত এই বইটিতে নারীদেরকে আহ্বান করা হয়েছে যেন তারা তাদের জীবনে ঈশ্বরীয় প্রজ্ঞাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে বহু অসাধ্য সমস্যার সমাধান করতে পারেন। নারীদের জন্য বিশেষভাবে রচিত অত্যন্ত শক্তিশালী এই নতুন বইটি পাঠ করার মধ্য দিয়ে ঈশ্বর আপনার জীবনকে স্পর্শ করবেন এবং আপনাকে আরও বলবান করবেন।
-
আমরা সকলেই সেই গৌরবময় জীবনের প্রত্যাশী যে জীবনে আরও “কোন অভিশাপ নেই!” কারণ এই জগতে আমাদের মুখোমুখি হয় কেবলই দুর্ভাগ্য, লাঞ্ছনা, ব্যর্থতা, বেদনা ও উদ্বেগ। যে সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে জীবন ধারণ করতে হয় তাকে এক কথায় অভিশাপ বলাটাই শ্রেয়। কিন্তু এর থেকে মুক্তির উপায় কী? আসলেই কি এই অভিশাপ থেকে মুক্ত হওয়া সম্ভব? এই বইটি আপনাকে অভিশাপ সম্পর্কে বুঝতে এবং আশীর্বাদ লাভের জন্য নিজেকে উপযোগী করে তুলতে সাহায্য করবে।
-
কীভাবে আমি প্রার্থনা করব? কী নিয়ে আমার প্রার্থনা করা উচিত? প্রার্থনা এত রহস্যময় কেন? আমার যা দরকার তা কি ঈশ্বর জানেন না? যদি আমি প্রার্থনা না করি তাহলে কী হবে? আমার প্রার্থনার উত্তর কি আদৌ পাওয়া যাবে?” ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই বাস্তবধর্মী ও সময়োপযোগী বইটি পড়তে পড়তে আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন।
-
ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে যেসব কাজের দায়িত্ব দিয়েছেন সেগুলো সম্পন্ন না করে নিশ্চয়ই আমরা কেউ স্বর্গে যেতে চাই না। নাহ্, এমন একজনও নেই! আমরা প্রত্যেকেই ঈশ্বর কর্তৃক নিরূপিত আমাদের দায়িত্বগুলো পালন করতে চাই। আপনার পরিচর্যা সুসম্পাদন করার বিষয়ে রচিত হয়েছে এই বইটি। আমাদের জীবনে ঈশ্বরের আহ্বানকে সাড়া দেওয়া ও নিজেকে নিষ্ক্রিয় না রাখার বিষয়ে চমৎকার কিছু নির্দেশনা বইটিতে পাওয়া যায়। আপনার পরিচর্যার জীবন পরিপূর্ণ হোক। ঈশ্বর যেন আপনাকে বলেন, “হে উত্তর ও বিশ্বস্ত পরিচারক, তুমি চমৎকার কাজ করেছ!”
-
এই বইটি যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে পরিত্রাণকে উপলব্ধি করার এক চূড়ান্ত নির্দেশিকা। অতুলনীয় এই বইটি পড়ে আপনি বুঝতে পারবেন যীশু আপনাকে কতটা ভালবাসেন, কীভাবে আপনি আবার নতুন জন্ম লাভ করতে পারেন, কীভাবে আপনি নরকে যাওয়া থেকে রেহাই পেতে পারেন এবং খ্রীষ্ট যীশুতে নতুন মানুষ হওয়ার অর্থ কী। এই বইটি অন্যকে উপহার দিন। তাকেও উপলব্ধি করতে দিন যীশু খ্রীষ্টের রক্তের মধ্য দিয়ে পরিত্রাণ লাভের অর্থ কী।
-
অনেকের কাছেই দশমাংশ দেওয়ার বিষয়টি বেশ কষ্টকর বলে মনে হয়, যদিও এই প্রাচীন প্রথার কারণেই যিহূদী জাতি পার্থিব সম্পদশালিতায় কিংবদন্তী হয়ে উঠেছিল। এই বইটিতে বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদেরকে শেখাচ্ছেন কীভাবে দশমাংশের সাথে সম্পদ সৃষ্টি ও অলৌকিকভাবে সমৃদ্ধি লাভের বিষয়টি জড়িত। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর আরেকটি অনবদ্য সৃষ্টি উপভোগ করুন।
-
আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোন কথা থাকে, তাহাকে ক্ষমা করিও; যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ সকল ক্ষমা করেন। কিন্তু তোমরা যদি ক্ষমা না কর, তবে তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না” (মার্ক ১১:২৫-২৬)। এই পদ দুটি পড়ে কি আপনি ভয়ে প্রকম্পিত হন? তাহলে এই বইতে রয়েছে আপনার সমাধান।অত্যন্ত প্রয়োজনীয় এই বইটিতে আপনি সহজে ক্ষমা করা শিখতে পারবেন – যেন আপনি আমাদের স্বর্গস্থ পিতার ক্ষমা লাভ করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না আপনি সাবলীল ও আন্তরিকভাবে ক্ষমা করতে পারছেন ততক্ষণ এই বইটি আপনার নিত্যসঙ্গী হয়ে থাকুক।
-
যীশু খ্রীষ্ট সম্পদ ও সমৃদ্ধি সম্পর্কে চাঞ্চল্যকর উক্তি করেছেন। তিনি বলেছেন, যার আছে তাকে আরও দেওয়া হবে! কথাটা খুব অন্যায্য বলেই আপাতদৃষ্টিতে মনে হয়, তাই না? তথাপি আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আমরা এই সত্যেরই প্রতিফলন দেখে আসছি। এই বইতে শাস্ত্রের এই অবোধ্য অংশটিকে ব্যাখ্যা করা হয়েছে। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই নতুন বইটি পড়ে আপনি সমৃদ্ধি লাভের রহস্য সম্পর্কে আর গভীর অন্তর্দৃষ্টি লাভ করবেন।
-
তোমাদের মধ্যেও একজন দিয়াবল আছে” – এই বিখ্যাত উক্তিটি যীশু খ্রীষ্ট করেছিলেন তাঁর বারো জন শিষ্যের প্রতি। আমরা অনেকেই দিয়াবলের দ্বারা অপব্যবহৃত হই কারণ আমরা না তাকে চিনি, না তার কাজ দেখলে বুঝতে পারি। এই আশীর্বাদপূর্ণ বইটিতে আপনি দিয়াবলের সমস্ত পাপ আবিষ্কার করতে সক্ষম হবেন এবং আর কখনো তার সাথে না চলার জন্য সঙ্কল্প নেবেন। “তোমাদের মধ্যেও একজন দিয়াবল আছে” কথাটি যেন কখনোই আমাদের জীবনে সত্য হয়ে না ওঠে!
-
একটি শিল্প চর্চা করার অর্থ হচ্ছে একটি গুণ বা দক্ষতার চর্চা করা। বাইবেল আমাদের বলে গুণবিশিষ্ট মানুষেরাই অনুগ্রহ লাভ করে। পরিচর্যা কাজের জন্য প্রয়োজন বিশেষ দক্ষতা। “পরিচর্যার কৌশল” শীর্ষক এই নতুন বইটি পরিচর্যা কাজের জন্য আকাঙ্ক্ষী সমস্ত মানুষের জন্য এক অপরিহার্য সম্পদ। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে পরিচর্যা কাজে কোনটি সঠিক এবং কোনটি ভুল, পরিচর্যা কাজ আসলে কী, একজন পরিচর্যাকারী হিসেবে আপনার কেমন হওয়া উচিত এবং কীভাবে পরিচর্যাকারী হিসেবে দায়িত্ব পালন করতে হয়। কখনো কি ভেবেছেন পরিচর্যা কাজের সঠিক পদ্ধতি কী? ড্যাড় হিউয়ার্ড-মিলস এর এই অসাধারণ বইটি আপনাকে ঈশ্বরের আহ্বান অনুসারে চলার জন্য অনুপ্রাণিত করবে এবং নিজেকে পূর্ণাঙ্গভাবে পরিচর্যা কাজে নিয়োজিত করার দিকনির্দেশনা দান করবে।
-
এই অসাযারণ বইটিনর্ ড্িাগ কহউয়াড্ত -কম স আজনির কিনের পকরচযতা িানজরবািবকচত্রটির্ুন যনরনছে।অনথতরসদ্ব্িবহার,রাজেীকর্,কবপরীর্ ক নঙ্গর সানথ সম্পিত সহ পকরচযতা সংক্রাত সমি খুুঁটিোটি কবষয় কেনয় কর্কে িথা বন নছে। আপোর আহ্বানে সাড়া কিওয়ার কক্ষনত্র অেুসরণীয় েীকর্ ও আিশতনি সহজ সর ভাষায় প্রিাশ িরা এই বইটি প্রনর্িি খ্রীকিয়াে কের্ার জেি অবশিপাঠ্ি। প্রকর্টি যমর্ত ত্ত্ব কশক্ষা প্রকর্ষ্ঠাে এবং পা িীয় পকরচযতািারীনির জেি এই বইটি সুপাঠ্ি হনব বন কবশ্বাস িকর।
-
আপনি কি জানেন যে, পুরাতন নিয়মের ভাববাদীগণ আমাদের কাছে প্রকাশিত মহা পরিত্রাণ সম্পর্কে খোঁজ করেছেন ও অনুসন্ধান করেছেন? তাঁরা কখনো ভাবতেও পারেননি পরিত্রাণ কখনো মানুষের কাছে আসতে পারে…কিন্তু আমরা পরিত্রাণ লাভ করে আশীর্বান্বিত হয়েছি! আমাদের কাছে পরিত্রাণ সম্পর্কে ঘোষণা দেওয়া হয়েছে বলেই আমরা তা লাভ করতে পেরেছি। চিত্তাকর্ষক এই বইটিতে সুসমাচার প্রচারক ড্যাগ হিউয়ার্ড-মিলস যে শুধু আমাদের মহা পরিত্রাণ সম্পর্কে বুঝতে সাহায্য করেছেন তাই নয়, বরং সেই সাথে তিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে এই মহা পরিত্রাণের সুসমাচার অন্যদের কাছে জানাতে হয়। আমরা প্রত্যেকেই যেন একেকজন সুসমাচার প্রচারক হয়ে উঠি!
-
...তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও গলিতে-গলিতে যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়।” লূক ১৪:২৩। ঈশ্বরের প্রাণের ইচ্ছা যেন এই জগৎ পরিত্রাণ পায় এবং তাঁর গৃহ তথা মণ্ডলী যেন পরিপূর্ণ হয়! এই চিন্তার রেখা থেকেই বিশপ ড্যাগ হিউয়ার্ড মিলস রচিত “মহামণ্ডলী” বইটির সূত্রপাত, যিনি ঘানার অন্যতম একটি বৃহৎ মণ্ডলীর পালক। অত্যন্ত অনুপ্রেরণাদায়ী এই বইটি পড়ার পর আপনার মণ্ডলী ও পরিচর্যা কাজ আর আগের মত থাকবে না! “ড. হিউয়ার্ড-মিলস প্রভু যীশু খ্রীষ্টের কিাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জগতে সুসমাচার প্রচারের কাজে নিয়োজিত হয়েছেন। পরিচর্যা কাজের সাথে যুক্ত প্রত্যেকের জন্যই তিনি একজন মহান ও আদর্শ নেতা। “চার্চ গ্রোথ ইন্টারন্যাশনাল” থেকে আমরা সকলে এ কথা ব্যক্ত করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে, জগতের এই সুবিশাল শস্য ক্ষেত্রে ড. ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদের একজন বন্ধু এবং সহকর্মী। - ড. ডেভিড ইয়োঙ্গি চো চেয়ারম্যান, চার্চ গ্রোথ ইন্টারন্যাশনাল