বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস পেশায় একজন চিকিৎসক এবং ইউনাইটেড ডিনমিনেশনস অরিজিনেটিং ফ্রম দি লাইটহাউজ গ্রুপ অব চার্চেস (UD-OLGC) এর প্রতিষ্ঠাতা। UD-OLGC তিন হাজার মণ্ডলী নিয়ে গঠিত যাদের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ, দক্ষ ও পূর্ণকালীন পালকবৃন্দ। বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস এই ক্যারিশম্যাটিক ডিনমিনেশন গোষ্ঠীর তত্ত্বাবধান করে থাকেন, যা আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ৮০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে।

পঁচিশ বছরের বেশি সময় ধরে পরিচর্যা কাজে ব্যাপৃত থাকাকালে বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস রচনা করেছেন একাধিক বই, যার মধ্যে রয়েছে ‘নেতৃত্বের কলাকৌশল’, ‘বাধ্যতা ও অবাধ্যতা’, এবং ‘মেগা চার্চ’ এর মত বহুল জনপ্রিয় বই। আফ্রিকায় তিনিই সর্বাধিক পঠিত লেখক হিসেবে বিবেচিত, যার বিভিন্ন বই ৩০টির বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ১ কোটি পঞ্চাশ লক্ষের বেশি কপি মূদ্রিত হয়েছে।

  • পালকেরা মণ্ডলীর সভ্য-সভ্যাদেরকে সুসংবাদ শুনিয়ে উদ্বেলিত ও মুগ্ধ করার জন্য চাপের মধ্যে থাকেন। মানুষের তৈরি করা এই চাপের কারণে খ্রীষ্টের বাক্যকে অনেক ক্ষেত্রে পরিবর্তন করা হয় এবং একটা পর্যায়ে ক্রুশীয় বাণী আর কোনভাবেই উপলব্ধি করা সম্ভব্ হয় না। আজ আমাদেরকে খ্রীষ্টিধর্মের এই মৌলিক সত্যে আবার ফিরে আসা প্রয়োজন যে, খ্রীষ্টকে “পেতে হলে” আমাদের অবশ্যই কিছু “হারাতে হবে”। আমরা যদি আাবারও খ্রীষ্টের জন্য আত্মোৎসর্গ, কষটভোগ ও মৃত্যুর আবশ্যকতার বিষয়ে প্রচার করতে শুরু করি তাহলে মণ্ডলীতে আবার সেই শক্তি ফিরে আসবে। মানুষ যত সফল বা ক্ষমতাশালীই হোক না কেন, খ্রীষ্টের বাক্যের শক্তিতে কেউ মুছে ফেলতে পারে না।

  • অবশেষে এসে গেল একান্তভাবে পালকগণ ও তাদের স্ত্রীদের জন্য লেখা একটি বই। আপনি যদি একজন পালক বা একজন পালকের স্ত্রী না হন তাহলে এই বইটি আপনার জন্য নয়! যদি আপনি বইটি পড়ার জন্য উপযোগী হন তাহলে ঈশ্বর স্বয়ং আপনাকে চিন্তার উদ্রেক ঘটানো এই বইটির ভেতরে আপনাকে নিয়ে যাবেন। পালকদের জীবনে নারীরা যে রহস্যময় ভূমিকা পালক করে থাকেন তা এই বইটিতে উন্মোচিত হয়েছে। এর প্রতিটি পাতা আপনাকে নতুন করে ভাবাবে এবং আশীর্বাদের পথে আপনাকে চালিত করবে!

  • যীশু বলেছেন: সর্পের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও। সাপেরা কি আসলেই সতর্ক? যীশু কেন এমন একটি পরামর্শ দিলেন? ড্যাগ হিউয়ার্ড-মিলস রচিত অত্যন্ত চিত্তাকর্ষক এই বইটির পাতাগুলো ওল্টাতে শুরু করলে আপনি আবিষ্কার করবেন সর্পের সুপ্ত প্রজ্ঞা।

  • ঈশ্বরের যথার্থ ইচ্ছার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন আলোচ্য বিষয় হতে পারে না। সুসমাচারের পরিচর্যাকারীদেরকে যে বিষয়টি অন্যদের থেকে পৃথক করে তা হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বর সঠিকভাবে শুনতে পাওয়া। পবিত্র আত্মাকে অনুসরণ করে ঈশ্বরের যথার্থ ইচ্ছা পালনে ব্রতী হওয়া কত না গুরুত্বপূর্ণ। আপনি যথন ঈশ্বরের যথার্থ ইচ্ছা পালন করেন তখন ঈশ্বরের জন্য আপনি যা কিছু আকাঙ্ক্ষা করেন তা বিকশিত ও অর্জিত হয়। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই অসাধারণ রচনাটি আপনার জীবন ও পরিচর্যা কাজে অভাবনীয় ফল নিয়ে আসবে।

  • গ্রীক শব্দ লাইকোস (LAIKOS) এর অর্থ হচ্ছে “যার কোন গুণ নেই”। ইতিহাস আমাদের বারবার এই শিক্ষা দেয় যে, অনেক বড় কিছু এমন সব মানুষের হাতে সাধন হয়েছে যাদের “গুণের অভাব ছিল”। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই অনবদ্য বইটি থেকে শিখুন যে সমস্ত মণ্ডলীতে সাধারণ সদস্যরা পরিচর্যা কাজ করেন না সেখানে কী ঘটে; কীভাবে মণ্ডলীর সাধারণ সদস্যদের সাথে ভার সহভাগিতা করতে হয় এবং কেন সাধারণ সদস্যদের পরিচর্যা কাজকে রক্ষা করার জন্য আমাদের দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।

  • বাইবেলে অনেক ধরনের রক্তের কথা বলা হয়েছে: ছাগলের রক্ত, মেষের রক্ত, কবুতরের রক্ত! পর্যায়ক্রমে বাইবেল এটাও বলে যে, রক্ত সেচন ব্যতীত পাপের ক্ষমা কোনভাবেই সম্ভব নয়। তাহলে এই এত প্রকারের রক্তের মধ্যে কোন একটিও কি আমাদের পাপ মুছে দিতে পারে? স্পষ্ট ভাষায় উত্তর হচ্ছে ‘না!’ তাহলে কী আমাদের পাপ থেকে পরিষ্কার করতে পারে? আর কিছুই না, কেবলমাত্র যীশুর রক্ত! একমাত্র যীশুর রক্তেই আছে সেই পরাক্রম যা আমাদের পাপ ধুয়ে মুছে দিতে পারে এবং আমাদের পরিত্রাণ দিতে পারে। গুরুত্বপূর্ণ এই বইটিতে আপনি যীশু খ্রীষ্টের রক্ত সম্পর্কে বেশ কিছু পবিত্র সত্য আবিষ্কার করবেন। আপনি আবিষ্কার করবেন কীভাবে যীশুর রক্ত জীবন দান করে এবং কীভাবে তা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পবিত্র আত্মা এবং যীশুর রক্তের মধ্যকার পারস্পরিক সম্পর্কও আপনি উপলব্ধি করতে পারবেন। যীশুর রক্তের অবশ্যই পরাক্রম রয়েছে।

  • অবাযি মােুষ সাযারণর্ মনে রানখ ো কয র্ানির জেি িী িরা হনয়নছ এবং অনেি সময় র্ারা কবকভন্ন কবষয় ভু ন যায়। ইনষ্কারীয়র্ীয় কযহূ িার জেি প্রভু যা িনরকছন ে র্া কস মনে রানখকে, আবার যীশুনি কস কয সমি িাজ িরনর্ কিনখনছ ও িথা ব নর্ শুনেনছ কসগুন াও কস ভু ন কগনয়কছ । এ িারনণই কস আজনির ঘৃণি ‘কযহূিা’য় পকরণর্ হনয়নছ। মনে রাখার গুণটি প্রনর্িি পকরচযতািারীর মনযি অবশিই থািনর্ হয়। কয সমি মােুষ মনে রাখনর্ পানর ো, র্ারা জীবনে ভা কিছু িরনর্ পানর ো। র্ারা িাকঙ্ক্ষর্ ফ িখনোই াভ িরনর্ পানর ো। সহনজ আন াকচর্ ো হওয়া কবষয় কেনয় ক খা এই বইটি আপোর জেি এিটি অমূ ি উপহার।

  • এই বইটি ড্িাগ কহউয়াড্ত -ক কম স এর ক খেী কথনি কসই সব পকরচযতািারীনির জেি আনরিটি উপহার, যারা এটি পড়নর্ চাইনবে। এই বইটিনর্ বাবা ও কছন র সম্পনিত র জটি র্া কেনয় কবকভন্ন প্রনশ্নর উত্তর কিওয়া হনয়নছ। ক এই বইটির কশক্ষার মযি কিনয় আপকে আপোর জীবনের উপর কথনি এিটি অকভশাপ এড়ানর্ পারনবে এবং আশীবতাি বনয় আেনর্ পারনবে। বাবারা হনেে কসই কবনশষ বিকি যারা র্ানির কছন ও উত্তরাকযিারীনিরনি বড় িনর কর্ান ে। বাবানি ছাড়া কিাে সতােই র্ানির পরবর্ী প্রজনমর িানছ সঠিি পকরচযতা কিনর্ পানর ো। বাবার সানথ সম্পনিত র কভকত্তনর্ ঈশ্বনরর আহ্বাে আপোর কভর্নর আরও উজ্জীকবর্ হনর্ পানর কিংবা কেস্পৃহ হনয় পড়নর্ পানর। এই বইটি পড়ুে এবং বাবানি অসম্মাে িরা, র্ার অবাযি হওয়া এবং র্ার সানথ সম্পিত খারাপ হওয়ার মর্ অকভশাপগুন ানি এড়াে।

  • যারা ছলনা করে By Dag Heward-Mills মণ্ডলী আজ পরিপূর্ণ হয়েছে ভণ্ড ও অবাধ্য মানুষে। ভ্রান্তি ও ভণ্ডামি সব সময়ই শয়তানের প্রধান অস্ত্র হিসেবে গণিত ছিল। যে নেতা একজন ভণ্ডের মুখোশের ওপাশে আসল চেহারাটা দেখতে পারেন না, তাকে তার অন্ধত্বের জন্য অবশ্যই ভুগতে হবে। Less মণ্ডলী আজ পরিপূর্ণ হয়েছে ভণ্ড ও অবাধ্য মানুষে। ভ্রান্তি ও ভণ্ডামি সব সময়ই শয়তানের প্রধান অস্ত্র হিসেবে গণিত ছিল। যে নেতা একজন ভণ্ডের মুখোশের ওপাশে আসল চেহারাটা দেখতে পারেন না, তাকে তার অন্ধত্বের জন্য অবশ্যই ভুগতে হবে। পরিচর্যাকারীদেরকে হুমকি, জনপ্রিয়তা ও দ্বিধার মন্দ আত্মার সাথে লড়তে হয়। অধিকাংশ সময় মানুষ জানেই না তারা কিসের বিরুদ্ধে লড়াই করছে। এই বইটি আপনার ভেতরে অবস্থান করা শত্রুকে চিহ্নিত করতে ও তার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।

  • যেসব মানুষ আপনাকে ত্যাগ করে তারা আপনাকে ধ্বংস করে দেয়। মানুষ যখন আপনার কাছ থেকে চলে যায়, সেই হতাশা, দ্বিধা ও উদ্বেগের অনুভূতিকে আর কিছুর সাথে তুলনা করা যায় না। এই বইটি লেখা হয়েছে যেন মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি সেই বিধ্বংসী মুহূর্তটির সাথে লড়াই করতে পারেন। ভ্রান্ত হবেন না। পরিত্যক্ত হওয়া বা একাকী হয়ে যাওয়ার অভিজ্ঞতা কেবল আপনার ও আপনার পরিচর্যা কাজেরই হয়েছে তা নয়। আরও অনেককেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। শয়তান সর্বপ্রথম অবাধ্য হয় এবং এরপর থেকে সে সকলকে অবাধ্য হতে প্ররোচনা দিয়ে আসছে। এই বইটি হাতে থাকলে আপনি আর হতাশায় নিমজ্জিত থাকবেন না এবং “যারা আপনাকে পরিত্যাগ করে” তাদের অবাধ্যতার আত্মার সাথে লড়াই করতে পারবেন।

  • সম্ভবত আপনার দেখা সবচেয়ে বড় শত্রু হচ্ছে যে ‘ভাইদের মধ্যে অপবাদ দেয়’।” ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই বইটি পড়ে আপনি জানবেন অপবাদ নামের এই হাতিয়ারটিকে কীভাবে শয়তান ব্যবহার করে এবং কীভাবে আপনি তা প্রতিহত করতে পারেন।

  • এই অসাধারণ বইটিতে বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদেরকে শেখাচ্ছেন, একজন নেতার কর্মক্ষমতাকে তার বাধ্যতা কীভাবে আরও সুদৃঢ় করে তোলে। বাইবেলীয়, ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপট বিশ্লেষণের মধ্য দিয়ে বিষয়টিকে সব ধরনের পাঠকের জন্য আরও সহজ ও সাবলীল করে তোলা হয়েছে।

Title

Go to Top