বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস পেশায় একজন চিকিৎসক এবং ইউনাইটেড ডিনমিনেশনস অরিজিনেটিং ফ্রম দি লাইটহাউজ গ্রুপ অব চার্চেস (UD-OLGC) এর প্রতিষ্ঠাতা। UD-OLGC তিন হাজার মণ্ডলী নিয়ে গঠিত যাদের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ, দক্ষ ও পূর্ণকালীন পালকবৃন্দ। বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস এই ক্যারিশম্যাটিক ডিনমিনেশন গোষ্ঠীর তত্ত্বাবধান করে থাকেন, যা আফ্রিকা, এশিয়া, ইউরোপ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ৮০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে।

পঁচিশ বছরের বেশি সময় ধরে পরিচর্যা কাজে ব্যাপৃত থাকাকালে বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস রচনা করেছেন একাধিক বই, যার মধ্যে রয়েছে ‘নেতৃত্বের কলাকৌশল’, ‘বাধ্যতা ও অবাধ্যতা’, এবং ‘মেগা চার্চ’ এর মত বহুল জনপ্রিয় বই। আফ্রিকায় তিনিই সর্বাধিক পঠিত লেখক হিসেবে বিবেচিত, যার বিভিন্ন বই ৩০টির বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং ১ কোটি পঞ্চাশ লক্ষের বেশি কপি মূদ্রিত হয়েছে।

  • নিঃসন্দেহে এটি সাদরে গ্রহণ করার মত একটি বই। বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস, যিনি নিজেও একজন পালক, এই বইটিতে ব্যাখ্যা করেছেন কেন এবং কীভাবে আরও ফলপ্রসূ উপায়ে পালকীয় পরিচর্যা সম্পাদন করা যায়।

  • আপনি যদি ঈশ্বরের মেষপালের পালক হয়ে থাকেন, তাহলে এই সুচিন্তিত রচনাটি আপনাকে দারুনভাবে সাহায্য করবে। এই বইয়ের প্রতিটি পাতায় রয়েছে আপনার সাফল্য লাভের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা। বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস তার ত্রিশ বছরের বেশি সময়ের পালকীয় অভিজ্ঞতা থেকে পরিচর্যা কাজের ব্যাপারে বেশ কিছু বাস্তব অন্তর্দৃষ্টির প্রতিফলন ঘটিয়েছেন এই বইটিতে। আপনি যদি ঈশ্বরের লোকদের পালক হতে চান তাহলে আপনি নিঃসন্দেহে এই নির্দেশিকাটিরই খোঁজ করছেন।

  • ‘কমষপা ি’ শিটি শুেন কিব এিটি শিই আপোর মাথায় আসনব – কমষ! কমষ এমে কেভত রশী প্রাণী যার এিজে পা নির প্রনয়াজে পনড়। এিজে কমষপা ি র্ার কমষনির প্রকর্পা ে িনরে, ভা বানসে এবং কিিকেনিত শো কিে। বাইনবন ঈশ্বর আমানিরনি র্াুঁ র চারণভূ কমর কমষ বন উনেখ িনরনছে। যীশু র্াুঁ র কশষি কপর্রনি বন নছে কযে কর্কে র্াুঁ র কমষনিরনি পা ে িরার মযি কিনয় ত্রাণির্ত ার প্রকর্ র্াুঁ র ভা বাসার প্রমাণ কিে। কমষপা ি হওয়া অর্িত মহাে এিটি িাকয়ত্ব। ঈশ্বনরর জেি িাযতিারী কহনসনব আহূ র্ হওয়া এবং র্াুঁ র কমষনির প্রকর্পা ে িরা অর্িত সম্মানের কবষয়। এই বইটিনর্ ড্িাগ কহউয়াড্ত -কম স আমানিরনি আমন্ত্রণ জাোনেে, কপ্ররণা কিনেে এবং কিখানেে কযে আমরা ঈশ্বনরর ক ািনির যত্ন কেওয়ার এই মহাে িাকয়নত্ব সাকম হই। এিজে কমষপা ি হওয়ার এই চমৎিার িাকয়ত্ব কথনি কেনজনি দূনর সকরনয় রাখনবে ো!

  • ঈশ্বরনি অেুসরণ িরা কযে এি করামাঞ্চির আকবষ্কার অকভযাে। অেিনি অেুসরণ ও অেুিরণ িরা এমে এি আকিম কশল্প যা যীশু খ্রীি র্াুঁ র কশক্ষা িানের প্রযাে পিকর্ কহনসনব কবনছ কেনয়কছন ে। সময় পরীকক্ষর্ এই কশক্ষণ পিকর্ একড়নয় ো কগনয় অেুসরণ িরার অেুপম কশল্পটির কসৌেযত ও েম্রর্া উপ কি িরার এখেই সময়। এই বইটিনর্ আপকে আকবষ্কার িরনবে িানি এবং িীভানব উপযুিভানব অেুসরণ িরা উকচর্। ড্িাগ কহউয়াড্ত -কম স এর এই অসাযারণ ের্ু ে বইটি আমানির খ্রীকিয় জীবেপ্রণা ীনর্ অেুসরনণর কশল্পটিনি যনথাপযুি স্থানে প্রকর্ষ্ঠা িনরনছ।

  • একটি শিল্প চর্চা করার অর্থ হচ্ছে একটি গুণ বা দক্ষতার চর্চা করা। বাইবেল আমাদের বলে গুণবিশিষ্ট মানুষেরাই অনুগ্রহ লাভ করে। পরিচর্যা কাজের জন্য প্রয়োজন বিশেষ দক্ষতা। “পরিচর্যার কৌশল” শীর্ষক এই নতুন বইটি পরিচর্যা কাজের জন্য আকাঙ্ক্ষী সমস্ত মানুষের জন্য এক অপরিহার্য সম্পদ। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে পরিচর্যা কাজে কোনটি সঠিক এবং কোনটি ভুল, পরিচর্যা কাজ আসলে কী, একজন পরিচর্যাকারী হিসেবে আপনার কেমন হওয়া উচিত এবং কীভাবে পরিচর্যাকারী হিসেবে দায়িত্ব পালন করতে হয়। কখনো কি ভেবেছেন পরিচর্যা কাজের সঠিক পদ্ধতি কী? ড্যাড় হিউয়ার্ড-মিলস এর এই অসাধারণ বইটি আপনাকে ঈশ্বরের আহ্বান অনুসারে চলার জন্য অনুপ্রাণিত করবে এবং নিজেকে পূর্ণাঙ্গভাবে পরিচর্যা কাজে নিয়োজিত করার দিকনির্দেশনা দান করবে।

  • ঈশ্বরের যথার্থ ইচ্ছার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন আলোচ্য বিষয় হতে পারে না। সুসমাচারের পরিচর্যাকারীদেরকে যে বিষয়টি অন্যদের থেকে পৃথক করে তা হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বর সঠিকভাবে শুনতে পাওয়া। পবিত্র আত্মাকে অনুসরণ করে ঈশ্বরের যথার্থ ইচ্ছা পালনে ব্রতী হওয়া কত না গুরুত্বপূর্ণ। আপনি যথন ঈশ্বরের যথার্থ ইচ্ছা পালন করেন তখন ঈশ্বরের জন্য আপনি যা কিছু আকাঙ্ক্ষা করেন তা বিকশিত ও অর্জিত হয়। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই অসাধারণ রচনাটি আপনার জীবন ও পরিচর্যা কাজে অভাবনীয় ফল নিয়ে আসবে।

  • গ্রীক শব্দ লাইকোস (LAIKOS) এর অর্থ হচ্ছে “যার কোন গুণ নেই”। ইতিহাস আমাদের বারবার এই শিক্ষা দেয় যে, অনেক বড় কিছু এমন সব মানুষের হাতে সাধন হয়েছে যাদের “গুণের অভাব ছিল”। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই অনবদ্য বইটি থেকে শিখুন যে সমস্ত মণ্ডলীতে সাধারণ সদস্যরা পরিচর্যা কাজ করেন না সেখানে কী ঘটে; কীভাবে মণ্ডলীর সাধারণ সদস্যদের সাথে ভার সহভাগিতা করতে হয় এবং কেন সাধারণ সদস্যদের পরিচর্যা কাজকে রক্ষা করার জন্য আমাদের দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।

  • পকরচযতা িানজর আহ্বাে হনে কের্ৃ নত্বর আহ্বাে। ড্. কহউয়াড্ত -কম স এর র্ার সহজ ও প্রাঞ্জ ক খেীনর্ এবার কসই আিশত ও েীকর্গুন ানি বণতো িনরনছে যার্ানিএিজেঅসাযারণখ্রীকিয়ােকের্ািনরর্ুন নছ।এইবইনর্ উনমাকচর্সমিসর্িঅনেিনিইকের্ৃনত্বরঅেুপমকশনল্পরপ্রকর্আিৃি িরনব।

  • আপনি কি জানেন এই A1:D23 জীবন ধারণ করার অর্থ যুদ্ধে অবতীর্ণ হওয়া? এই যুদ্ধে আমাদেরকে না চাইলেও সামিল হতেই হবে। বাইবেল বলে আপনার জীবনটাই হচ্ছে আপনার যুদ্ধক্ষেত্র। আপনাকে অবশ্যই প্রচণ্ডভাবে লড়াই করে এই যুদ্ধে জয়লাভ করতে হবে। আত্মিক যুদ্ধ নিয়ে রচিত এই বইটি প্রত্যেক নেতার জন্য অবশ্যপাঠ্য।

  • যীশু বলেছেন: সর্পের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও। সাপেরা কি আসলেই সতর্ক? যীশু কেন এমন একটি পরামর্শ দিলেন? ড্যাগ হিউয়ার্ড-মিলস রচিত অত্যন্ত চিত্তাকর্ষক এই বইটির পাতাগুলো ওল্টাতে শুরু করলে আপনি আবিষ্কার করবেন সর্পের সুপ্ত প্রজ্ঞা।

  • আমরা সকলেই সেই গৌরবময় জীবনের প্রত্যাশী যে জীবনে আরও “কোন অভিশাপ নেই!” কারণ এই জগতে আমাদের মুখোমুখি হয় কেবলই দুর্ভাগ্য, লাঞ্ছনা, ব্যর্থতা, বেদনা ও উদ্বেগ। যে সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে জীবন ধারণ করতে হয় তাকে এক কথায় অভিশাপ বলাটাই শ্রেয়। কিন্তু এর থেকে মুক্তির উপায় কী? আসলেই কি এই অভিশাপ থেকে মুক্ত হওয়া সম্ভব? এই বইটি আপনাকে অভিশাপ সম্পর্কে বুঝতে এবং আশীর্বাদ লাভের জন্য নিজেকে উপযোগী করে তুলতে সাহায্য করবে।

  • বাইবেলে অনেক ধরনের রক্তের কথা বলা হয়েছে: ছাগলের রক্ত, মেষের রক্ত, কবুতরের রক্ত! পর্যায়ক্রমে বাইবেল এটাও বলে যে, রক্ত সেচন ব্যতীত পাপের ক্ষমা কোনভাবেই সম্ভব নয়। তাহলে এই এত প্রকারের রক্তের মধ্যে কোন একটিও কি আমাদের পাপ মুছে দিতে পারে? স্পষ্ট ভাষায় উত্তর হচ্ছে ‘না!’ তাহলে কী আমাদের পাপ থেকে পরিষ্কার করতে পারে? আর কিছুই না, কেবলমাত্র যীশুর রক্ত! একমাত্র যীশুর রক্তেই আছে সেই পরাক্রম যা আমাদের পাপ ধুয়ে মুছে দিতে পারে এবং আমাদের পরিত্রাণ দিতে পারে। গুরুত্বপূর্ণ এই বইটিতে আপনি যীশু খ্রীষ্টের রক্ত সম্পর্কে বেশ কিছু পবিত্র সত্য আবিষ্কার করবেন। আপনি আবিষ্কার করবেন কীভাবে যীশুর রক্ত জীবন দান করে এবং কীভাবে তা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। পবিত্র আত্মা এবং যীশুর রক্তের মধ্যকার পারস্পরিক সম্পর্কও আপনি উপলব্ধি করতে পারবেন। যীশুর রক্তের অবশ্যই পরাক্রম রয়েছে।

Title

Go to Top