-
...তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও গলিতে-গলিতে যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়।” লূক ১৪:২৩। ঈশ্বরের প্রাণের ইচ্ছা যেন এই জগৎ পরিত্রাণ পায় এবং তাঁর গৃহ তথা মণ্ডলী যেন পরিপূর্ণ হয়! এই চিন্তার রেখা থেকেই বিশপ ড্যাগ হিউয়ার্ড মিলস রচিত “মহামণ্ডলী” বইটির সূত্রপাত, যিনি ঘানার অন্যতম একটি বৃহৎ মণ্ডলীর পালক। অত্যন্ত অনুপ্রেরণাদায়ী এই বইটি পড়ার পর আপনার মণ্ডলী ও পরিচর্যা কাজ আর আগের মত থাকবে না! “ড. হিউয়ার্ড-মিলস প্রভু যীশু খ্রীষ্টের কিাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জগতে সুসমাচার প্রচারের কাজে নিয়োজিত হয়েছেন। পরিচর্যা কাজের সাথে যুক্ত প্রত্যেকের জন্যই তিনি একজন মহান ও আদর্শ নেতা। “চার্চ গ্রোথ ইন্টারন্যাশনাল” থেকে আমরা সকলে এ কথা ব্যক্ত করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে, জগতের এই সুবিশাল শস্য ক্ষেত্রে ড. ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদের একজন বন্ধু এবং সহকর্মী। - ড. ডেভিড ইয়োঙ্গি চো চেয়ারম্যান, চার্চ গ্রোথ ইন্টারন্যাশনাল
-
ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে যেসব কাজের দায়িত্ব দিয়েছেন সেগুলো সম্পন্ন না করে নিশ্চয়ই আমরা কেউ স্বর্গে যেতে চাই না। নাহ্, এমন একজনও নেই! আমরা প্রত্যেকেই ঈশ্বর কর্তৃক নিরূপিত আমাদের দায়িত্বগুলো পালন করতে চাই। আপনার পরিচর্যা সুসম্পাদন করার বিষয়ে রচিত হয়েছে এই বইটি। আমাদের জীবনে ঈশ্বরের আহ্বানকে সাড়া দেওয়া ও নিজেকে নিষ্ক্রিয় না রাখার বিষয়ে চমৎকার কিছু নির্দেশনা বইটিতে পাওয়া যায়। আপনার পরিচর্যার জীবন পরিপূর্ণ হোক। ঈশ্বর যেন আপনাকে বলেন, “হে উত্তর ও বিশ্বস্ত পরিচারক, তুমি চমৎকার কাজ করেছ!”
-
বর্তমানে কি অলৌকিক কিছুর অস্তিত্ব সত্যিই আছে? আমি কি কোন অলৌকিক কাজ করতে পারব? এখনও যদি ঈশ্বর মানুষকে সুস্থতা দান করেন থাকেন, তাহলে কেন তিনি সবাইকে সুস্থ করে দিচ্ছেন না? কীভাবে আমি সুস্থতা দানের ক্ষমতা পেতে পারি? এই প্রশ্নগুলো সহ আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই বইটির পাতায় পাতায় আপনার জন্য রয়েছে পবিত্র আত্মার অনুপম উদ্ভাস।
-
...র্খে প্রভু িাসনি িকহন ে, বাকহর হইয়া রাজপনথ রাজপনথ ও গক নর্- গক নর্ যাও, এবং আকসবার জেি ক ািকিগনি পীড়াপীকড় ির, কযে আমার গৃহ পকরপূণত হয়।” ূি ১৪:২৩। ঈশ্বনরর প্রানণর ইো কযে এই জগৎ পকরত্রাণ পায় এবং র্াুঁ র গৃহ র্থা মণ্ড ী কযে পকরপূণত হয়! এই কচতার করখা কথনিই কবশপ ড্িাগ কহউয়াড্ত কম স রকচর্ “মহামণ্ড ী” বইটির সূত্রপার্, কযকে ঘাোর অেির্ম এিটি বৃহৎ মণ্ড ীর পা ি। অর্িত অেুনপ্ররণািায়ী এই বইটি পড়ার পর আপোর মণ্ড আনগর মর্ থািনব ো! ী ও পকরচযতা িাজ আর “ড্. কহউয়াড্ত -কম স প্রভু যীশু খ্রীনির কিানছ প্রকর্জ্ঞাবি হনয় জগনর্ সুসমাচার প্রচানরর িানজ কেনয়াকজর্ হনয়নছে। পকরচযতা িানজর সানথ যুি প্রনর্িনির জেিই কর্কে এিজে মহাে ও আিশত কের্া। “চাচত কগ্রাথ ইন্টারেিাশো ” কথনি আমরা সিন এ িথা বিি িরনর্ কপনর অর্িত সম্মাকের্ কবায িরকছ কয, জগনর্র এই সুকবশা শসি কক্ষনত্র ড্. ড্িাগ কহউয়াড্ত -কম স আমানির এিজে বন্ধু এবং সহিমী।” - ড্. কড্কভড্ ইনয়াকঙ্গ কচা
-
আমরা জানি মণ্ডলীর বৃদ্ধি অনেক ক্ষেত্রেই অর্জন করা বেশ কঠিন। সব পালকই আশা করেন যে তাদের মণ্ডলী বৃদ্ধি পাবে। এই বইটি আপনার মণ্ডলীর বৃদ্ধি লাভের ক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তের দেবে। আপনি বুঝতে পারবেন মণ্ডলীর বৃদ্ধি পেছনে কীভাবে “অনেকগুলো বিষয় এক সাথে কাজ করে।” প্রিয় পালক, এই বইটির বাক্য ও আশীর্বাদ আপনার হৃদয়ে প্রবেশ করুক, যেন আপনি মণ্ডলী বৃদ্ধির জন্য যে প্রার্থনা করছিলেন তা সফলকাম হয়।
-
মণ্ডলী স্থাপন করা সুসমাচারের পরিচর্যাকারীদের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত একটি চেতনা। প্রথম যুগের শিষ্যদের জন্য এটি ছিল অন্যতম প্রধান একটি কাজ। সফলভাবে মণ্ডলী স্থাপনের জন্য বিভিন্ন দক্ষতা থাকা এবং বিভিন্ন বিষয় গ্রহণ করা প্রয়োজন। বিশ্বব্যাপী তিন হাজারের বেশি মণ্ডলী নিয়ে স্থাপিত একটি ক্যারিশমাটিক ডিনমিনেশনের প্রতিষ্ঠাতা ড্যাগ হিউয়ার্ড-মিলস এই বইটির মধ্য দিয়ে আমাদেরকে মণ্ডলী স্থাপনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে বিশ্লেষণধর্মী আলোচনায় নিয়ে যাবেন। যে সকল পরিচর্যাকারী মণ্ডলী স্থাপনকে তার জীবন ও পরিচর্যা কাজের দর্শন হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য এই বইটি একটি প্রশিক্ষণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।
-
অভিষেকের মাধ্যমে অভিষিক্ত ব্যক্তি এক অপূর্ব ধনপ্রাপ্ত হন। যিনি একবার অভিষিক্ত হন তার কাছ থেকে এই অভিষেক আর কখনো বিচ্যুত হতে পারে না। ঈশ্বরের লোকের সাথে অভিষেক অবস্থান করছে! ঈশ্বরের লোকের উপর অভিষেক নেমে আসছে। যারা অভিষেক লাভের জন্য প্রত্যাশা করছেন তারা প্রত্যেকে ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই নতুন বইটি রোমাঞ্চকর অনুভূত হবে।
-
ড্যাগ হিওয়ার্ড-মিলস অনেক বইয়ের লেখক, যার মধ্যে বহুল বিক্রিত বই “সততা এবং অসসতা” অন্যতম। তিনি ইউনাটেড ডিনোমিনেশনস এর প্রতিষ্ঠাতা যেটির উদ্ভব তিন হাজার লাইট হাউস মন্ডলী সমূহের মধ্য থেকে। ড্যাগ হিওয়ার্ড-মিলস একজন আন্তর্জাতিক প্রচারক, যিনি আন্তর্জাতিক আরোগ্যদায়ী সভা পরিচর্যা করেন এবং সারা বিশ্বে বিভিন্ন সন্মেলনে পরিচর্যা করেন। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.daghewardmills.org
-
একজন খ্রীষ্টিয়ান হিসেবে আপনার জীবনে সবচেয়ে বড় ও সুমিষ্ট প্রভাব যিনি সৃষ্টি করেন, তিনি পবিত্র আত্মা। এই বইটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে, আপনার চরিত্র, আপনার অবচেতন মন, আপনার সৃষ্টিশীলতা, এমনকি আপনার পবিত্র হওয়ার সক্ষমতাও পবিত্র আত্মা দ্বারা কীভাবে প্রভাবিত হতে পারে। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই যুগান্তকারী বইটির মধ্য দিয়ে আপনি অবশ্যই আপনার জীবনকে পবিত্র আত্মা দ্বারা প্রভাবিত, অনুপ্রাণিত, আপ্লুত এবং পরিবর্তিত করার জন্য নিজেকে উন্মোচন করে দেবেন।
-
তোমাদের মধ্যেও একজন দিয়াবল আছে” – এই বিখ্যাত উক্তিটি যীশু খ্রীষ্ট করেছিলেন তাঁর বারো জন শিষ্যের প্রতি। আমরা অনেকেই দিয়াবলের দ্বারা অপব্যবহৃত হই কারণ আমরা না তাকে চিনি, না তার কাজ দেখলে বুঝতে পারি। এই আশীর্বাদপূর্ণ বইটিতে আপনি দিয়াবলের সমস্ত পাপ আবিষ্কার করতে সক্ষম হবেন এবং আর কখনো তার সাথে না চলার জন্য সঙ্কল্প নেবেন। “তোমাদের মধ্যেও একজন দিয়াবল আছে” কথাটি যেন কখনোই আমাদের জীবনে সত্য হয়ে না ওঠে!
-
যারা ছলনা করে By Dag Heward-Mills মণ্ডলী আজ পরিপূর্ণ হয়েছে ভণ্ড ও অবাধ্য মানুষে। ভ্রান্তি ও ভণ্ডামি সব সময়ই শয়তানের প্রধান অস্ত্র হিসেবে গণিত ছিল। যে নেতা একজন ভণ্ডের মুখোশের ওপাশে আসল চেহারাটা দেখতে পারেন না, তাকে তার অন্ধত্বের জন্য অবশ্যই ভুগতে হবে। Less মণ্ডলী আজ পরিপূর্ণ হয়েছে ভণ্ড ও অবাধ্য মানুষে। ভ্রান্তি ও ভণ্ডামি সব সময়ই শয়তানের প্রধান অস্ত্র হিসেবে গণিত ছিল। যে নেতা একজন ভণ্ডের মুখোশের ওপাশে আসল চেহারাটা দেখতে পারেন না, তাকে তার অন্ধত্বের জন্য অবশ্যই ভুগতে হবে। পরিচর্যাকারীদেরকে হুমকি, জনপ্রিয়তা ও দ্বিধার মন্দ আত্মার সাথে লড়তে হয়। অধিকাংশ সময় মানুষ জানেই না তারা কিসের বিরুদ্ধে লড়াই করছে। এই বইটি আপনার ভেতরে অবস্থান করা শত্রুকে চিহ্নিত করতে ও তার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।