• এই অসাধারণ বইটিতে বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস আমাদেরকে শেখাচ্ছেন, একজন নেতার কর্মক্ষমতাকে তার বাধ্যতা কীভাবে আরও সুদৃঢ় করে তোলে। বাইবেলীয়, ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপট বিশ্লেষণের মধ্য দিয়ে বিষয়টিকে সব ধরনের পাঠকের জন্য আরও সহজ ও সাবলীল করে তোলা হয়েছে।

  • এই বইটি ড্িাগ কহউয়াড্ত -ক কম স এর ক খেী কথনি কসই সব পকরচযতািারীনির জেি আনরিটি উপহার, যারা এটি পড়নর্ চাইনবে। এই বইটিনর্ বাবা ও কছন র সম্পনিত র জটি র্া কেনয় কবকভন্ন প্রনশ্নর উত্তর কিওয়া হনয়নছ। ক এই বইটির কশক্ষার মযি কিনয় আপকে আপোর জীবনের উপর কথনি এিটি অকভশাপ এড়ানর্ পারনবে এবং আশীবতাি বনয় আেনর্ পারনবে। বাবারা হনেে কসই কবনশষ বিকি যারা র্ানির কছন ও উত্তরাকযিারীনিরনি বড় িনর কর্ান ে। বাবানি ছাড়া কিাে সতােই র্ানির পরবর্ী প্রজনমর িানছ সঠিি পকরচযতা কিনর্ পানর ো। বাবার সানথ সম্পনিত র কভকত্তনর্ ঈশ্বনরর আহ্বাে আপোর কভর্নর আরও উজ্জীকবর্ হনর্ পানর কিংবা কেস্পৃহ হনয় পড়নর্ পানর। এই বইটি পড়ুে এবং বাবানি অসম্মাে িরা, র্ার অবাযি হওয়া এবং র্ার সানথ সম্পিত খারাপ হওয়ার মর্ অকভশাপগুন ানি এড়াে।

  • আপনি যদি ঈশ্বরের মেষপালের পালক হয়ে থাকেন, তাহলে এই সুচিন্তিত রচনাটি আপনাকে দারুনভাবে সাহায্য করবে। এই বইয়ের প্রতিটি পাতায় রয়েছে আপনার সাফল্য লাভের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা। বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস তার ত্রিশ বছরের বেশি সময়ের পালকীয় অভিজ্ঞতা থেকে পরিচর্যা কাজের ব্যাপারে বেশ কিছু বাস্তব অন্তর্দৃষ্টির প্রতিফলন ঘটিয়েছেন এই বইটিতে। আপনি যদি ঈশ্বরের লোকদের পালক হতে চান তাহলে আপনি নিঃসন্দেহে এই নির্দেশিকাটিরই খোঁজ করছেন।

  • ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই অনবদ্য নতুন বইটিতে মন্দ আত্মার সমস্ত ক্রিয়াকলাপ উন্মোচন করা হয়েছে। গাদারীয় ভূতগ্রস্থ লোকের সাক্ষ্য ব্যবহার করে তিনি আমাদেরকে মন্দ আত্মা ও দিয়াবলের উপরে বিজয় লাভের পথ দেখিয়েছেন।

  • মণ্ডলী স্থাপন করা সুসমাচারের পরিচর্যাকারীদের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত একটি চেতনা। প্রথম যুগের শিষ্যদের জন্য এটি ছিল অন্যতম প্রধান একটি কাজ। সফলভাবে মণ্ডলী স্থাপনের জন্য বিভিন্ন দক্ষতা থাকা এবং বিভিন্ন বিষয় গ্রহণ করা প্রয়োজন। বিশ্বব্যাপী তিন হাজারের বেশি মণ্ডলী নিয়ে স্থাপিত একটি ক্যারিশমাটিক ডিনমিনেশনের প্রতিষ্ঠাতা ড্যাগ হিউয়ার্ড-মিলস এই বইটির মধ্য দিয়ে আমাদেরকে মণ্ডলী স্থাপনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে বিশ্লেষণধর্মী আলোচনায় নিয়ে যাবেন। যে সকল পরিচর্যাকারী মণ্ডলী স্থাপনকে তার জীবন ও পরিচর্যা কাজের দর্শন হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য এই বইটি একটি প্রশিক্ষণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।

  • আমরা জানি মণ্ডলীর বৃদ্ধি অনেক ক্ষেত্রেই অর্জন করা বেশ কঠিন। সব পালকই আশা করেন যে তাদের মণ্ডলী বৃদ্ধি পাবে। এই বইটি আপনার মণ্ডলীর বৃদ্ধি লাভের ক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তের দেবে। আপনি বুঝতে পারবেন মণ্ডলীর বৃদ্ধি পেছনে কীভাবে “অনেকগুলো বিষয় এক সাথে কাজ করে।” প্রিয় পালক, এই বইটির বাক্য ও আশীর্বাদ আপনার হৃদয়ে প্রবেশ করুক, যেন আপনি মণ্ডলী বৃদ্ধির জন্য যে প্রার্থনা করছিলেন তা সফলকাম হয়।

  • "আমরা অনেকেই বুঝতে পারি না বাইবেলে বর্ণিত সদাসদ্ জ্ঞানদায়ক বৃক্ষটি আমাদের জীবনে কীভাবে সম্পর্কযুক্ত। আমরা মনে করি এটি স্রেফ আদম ও হবার জীবনের একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা ইতোমধ্যে এ থেকে রেহাই পেয়ে গেছি। আপনি কি সত্যিই সদাসদ জ্ঞানদায়ক বৃক্ষের অভিশাপ থেকে মুক্ত? অত্যন্ত সাবলীল ও সোজাসাপ্টা ভাষায় লেখা বইটি পড়ে আপনি উপলব্ধি করবেন সদাসদ জ্ঞানদায়ক বৃক্ষের অস্তিত্ব আজও রয়েছে। আপনি আরও দেখবেন আদম ও হবার সময়ের মত এখনও তা আমাদেরকে একইভাবে প্রলোভিত করে যাচ্ছে। সেই সাথে আপনি আবিষ্কার করবেন সেই সত্য, যা আপনাকে এই বই থেকে প্রাপ্ত জ্ঞান আপনার জীবনে ও পরিচর্যা কাজে সঠিকভাবে ব্যবহারের জন্য সক্ষম করে তুলবে। "

  • অপেক্ষাকৃত অনালোচিত বিষয় হলেও পশ্চাৎপদতা অনেক খ্রীষ্টিয়ানের মধ্যেই প্রায়শ দেখা যায়। অনেকেই যাত্রা শুরু করলেও পথের শেষ অব্দি টিকে থাকতে পারেন না। এই বইটিতে বিশপ ড্যাগ হিউয়ার্ড-মিলস সকলকে সাবধান করছেন এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন কেন প্রত্যেক খ্রীষ্টিয়ানের অবশ্যই স্বর্গে যাওয়া প্রয়োজন!

  • কারও জীবনই পুষ্পশোভিত নয়। জীবনের অনেক প্রতিবন্ধকতাই আপনাকে প্রজ্ঞা দ্বারা অতিক্রম করতে হয়। প্রজ্ঞা ঈশ্বরীয় এক নিগূঢ়তত্ত্ব যা আপনাকে সমস্ত বাধ ও বিঘ্ন কাটিয়ে উঠে এক জীবন্ত কিংবদন্তীতে পরিণত হতে সাহায্য করে। ঈশ্বর আপনাকে গৌরবান্বিত হওয়ার জন্য অভিষেক দান করেছেন। প্রজ্ঞা ঈশ্বরের এমন এক নিগূঢ়তত্ত্ব যা আপনাকে করে তোলে মহিমায় ও সৌন্দর্যে পরিপূর্ণ। এই বইয়ের পঙক্তিগুলো আপনাকে প্রতিদিন বিজয়ী হতে সাহায্য করবে! বইটি আপনার জয়লাভের জন্য জ্ঞান-সহায়ক হয়ে উঠবে!

  • চমৎকার এই বইটিতে আপনি স্মরণে রাখার জন্য বাইবেলের উল্লেখযোগ্য কিছু পদ পাবেন। যীশু শাস্ত্রাংশ মুখস্থ রাখতেন – আমাদেরও নিশ্চয়ই তা করা উচিত! পবিত্র শাস্ত্র আত্মস্থ করা এবং এক উত্তম চরিত্র গঠন করা আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত। আমরা সকলেই খ্রীষ্টের অনুসারী!

  • ...র্খে প্রভু িাসনি িকহন ে, বাকহর হইয়া রাজপনথ রাজপনথ ও গক নর্- গক নর্ যাও, এবং আকসবার জেি ক ািকিগনি পীড়াপীকড় ির, কযে আমার গৃহ পকরপূণত হয়।” ূি ১৪:২৩। ঈশ্বনরর প্রানণর ইো কযে এই জগৎ পকরত্রাণ পায় এবং র্াুঁ র গৃহ র্থা মণ্ড ী কযে পকরপূণত হয়! এই কচতার করখা কথনিই কবশপ ড্িাগ কহউয়াড্ত কম স রকচর্ “মহামণ্ড ী” বইটির সূত্রপার্, কযকে ঘাোর অেির্ম এিটি বৃহৎ মণ্ড ীর পা ি। অর্িত অেুনপ্ররণািায়ী এই বইটি পড়ার পর আপোর মণ্ড আনগর মর্ থািনব ো! ী ও পকরচযতা িাজ আর “ড্. কহউয়াড্ত -কম স প্রভু যীশু খ্রীনির কিানছ প্রকর্জ্ঞাবি হনয় জগনর্ সুসমাচার প্রচানরর িানজ কেনয়াকজর্ হনয়নছে। পকরচযতা িানজর সানথ যুি প্রনর্িনির জেিই কর্কে এিজে মহাে ও আিশত কের্া। “চাচত কগ্রাথ ইন্টারেিাশো ” কথনি আমরা সিন এ িথা বিি িরনর্ কপনর অর্িত সম্মাকের্ কবায িরকছ কয, জগনর্র এই সুকবশা শসি কক্ষনত্র ড্. ড্িাগ কহউয়াড্ত -কম স আমানির এিজে বন্ধু এবং সহিমী।” - ড্. কড্কভড্ ইনয়াকঙ্গ কচা

  • আপনি হয়তো শুনেছেন প্রভুর সেবা করা মহৎ কর্ম; কিন্তু আপনি হয়তো কখনো ভেবে দেখেননি আমাদের প্রভু ঈশ্বরের সেবা করাটা কতটা মহৎ। ড্যাগ হিউয়ার্ড-মিলস এর এই বিশেষ বইটি পড়লে আপনি বুঝতে পারবেন ঈশ্বরের সেবাকারী আসলে কে এবং কীভাবে প্রভুর সেবা করতে পারেন। যারা প্রভুর সেবা করে এবং যারা তাঁর সেবা করে না তাদের মধ্যকার পার্থক্য আপনি হাতে কলমে জানতে পারবেন! যারা প্রভুর সেবা করেন তাদের মাঝে আপনারও নামও গণিত হোক!

Title

Go to Top